পলাশবাড়ীতে মাদক দিয়ে ছাত্রলীগ নেতার পরিবারকে ফাঁসাতে গিয়ে অবশেষে তিন মাদকারবারি ডিবি জালে আটক

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পূর্বগোপিনাথপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মাহবুর রহমান আলমের ছেলে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজিমুদৌলা বাধন ও ছাত্রলীগ নেতা নাজিবুর রহমান নয়নের পরিবারকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) এর চৌকশ টিমের বিচক্ষণতায় অবশেষে মুল মাদককারবারি চক্রের তিন সদস্য ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। ১৮ অক্টোবর রবিবার সকালে পলাশবাড়ী উপজেলার পূর্বগোপিনাথপুর গ্রামের জেলা ছাত্রলীগ সহ সভাপতি নাজিমুদৌলা বাধন ও পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতা নাজিবুর রহমান নয়ন কে ফাঁসাতে স্থানীয় একটি মাদককারবারি চক্র । ৩৪ পিস ইয়াবা তাদের বসতবাড়ী পিছন দিয়ে পাক ঘরের বাশের ভিতর রেখে যায়। পরে তারা সুকৌশলে ডিবি পুলিশকে খবর দিয়ে একটি অভিযান পরিচালনা করায় উক্ত ছাত্রলীগ নেতারবাড়ীতে অভিযানের এসময় উদ্ধারকৃত স্থানে মাদক পাওয়ায় সন্দেহ শুরু হয় চৌকশ ডিবি পুলিশ টিমের এরপর তারা বিষয়টি আরো গুরুত্বদিয়ে তদন্ত পরিচালনা করে । অবশেষে মুল মাদককারবারি ও পরিকল্পনাকারী চক্রের ৩ জনকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের এ চৌকশ টিমটি। এঘটনায় আটককৃত চিহিৃন্ত মাদককারবারি জালাগাড়ী দূর্গাপুর গ্রামের ফজলুর বারীর ছেলে ১। গামা (৪৫),আমলাগাছী গ্রামের দবির উদ্দিনের ছেলে ২।খলিলুর রহমান খলিল,নয়নপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ৩। শাহ আলম (৩৫)। আটককৃতরা এরা সবাই অত্র এলাকার চিহিৃন্ত মাদককারবারি। আটকের এ খবরটি নিশ্চিত করে ডিবি ওসি মোস্তাফিজুর রহমান জানান, অভিযানের সময় মাদক উদ্ধারকৃত স্থানেটি দেখে সন্দেহ হয় ডিবি পুলিশের অভিযানিকটিমের এরপর সোর্সএর সূত্র ধরে মুল মাদককারবারিদের আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ । আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পলাশবাড়ী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। অপরদিকে ষরযন্ত্রের শিকার এ দুই সহোদ্বর ছাত্রলীগ নেতারা দলীয় সাংগঠনিক কাজে ঢাকায় থাকায় মোবাইলে জানান, এ ষরযন্ত্রের সাথে জড়িত আরো কোন ব্যক্তি থাকতে পারে । ডিবি পুলিশ কে ধন্যবাদ জানিয়ে তারা আরো বলেন এ ষরযন্ত্রে সাথে আরো যারা জড়িত আছে তাদের কেউ আইনের আওতায় আনার দাবী জানান।স্থানীয় মাদককারবারিরা মাদক দিয়ে ছাত্রলীগ নেতার পরিবারকে ফাঁসাতে অপতৎপরতা বিরুদ্ধে এদিকে রবিবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা সদরের পৌর এলাকায় ,উপজেলার আমলাগাছী বাজারে ও পূর্বগোপিনাথপুর বাজারে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা তদন্ত সাপেক্ষে ষরযন্ত্রকারীদের চিহিৃন্ত করে আইনে আওতায় নিয়ে আসার দাবী করেন।

Share.