পলাশবাড়ীর বহিস্কৃত যুবলীগ সভাপতি এবার এমপিও ভুক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদে দায়িত্ব গ্রহন

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক এ বছর গত ৩১ আগস্ট সোমবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে সংগঠন শৃংখলা ভঙ্গের দায়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী
উপজেলা যুবলীগের সভাপতি পদ হতে বহিস্কার হওয়া আজাদুল ইসলাম কে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ পত্রে (ডিও লেটার) এর মাধ্যমে কমিটিতে সংযুক্ত হয়ে । মহামান্য হাইকোর্টে আদেশ অমান্য করে উপজেলার সাতারপাড়া এম ইউ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে গত ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে গঠিত এডহক কমিটির সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে যে কমিটি শিক্ষা বোর্ড হতে ইতিমধ্যে অনুমোদিতও হয়েছে। এবং অত্র প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও নাকি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন আজাদুল ইসলাম । বিগত সময়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতিসহ স্থানীয়রা দাবী করেন মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া এম ইউ উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন সদ্য উপজেলা যুবলীগ পদ হতে কেন্দ্রীয় ভাবে বহিস্কৃত সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং ঢোলভাংঙ্গা স্কুল এন্ড কলেজের এমপি ও ভুক্ত লাইব্রেরিয়ান আজাদুল ইসলাম । সাতারপাড়া এম ইউ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি পলাশ জানান,মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে সরকারী কিংবা বে- সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ও ভুক্ত শিক্ষক কর্মচারী অন্য কোন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারিবে না। উচ্চ আদালতের এমন নির্দেশনা থাকার পরও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক এবং ঢোলভাংঙ্গা স্কুল এন্ড কলেজের এমপি ও ভুক্ত লাইব্রেরীয়ান আজাদুল ইসলাম মাননীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি মহোদয়ের ডিও লেটার মোতাবেক অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত শিক্ষকের যোগসাজসে বোর্ড থেকে এডহক কমিটি অনুমোদন নিয়েছে। এতে করে আদালত অবমাননা করা হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরো জানান বিদ্যালয়টিতে কয়েকটি নতুন শুন্য পদে নিয়োগ আছে। এজন্যই এ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি করা হয়েছে। এই কমিটির প্রতি চালেঞ্জ করে এ ব্যাপারে তিনি উচ্চ আদালতের সরনাপন্ন হাচ্ছি রিট দায়ের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী সপ্তাহে রিট দাখিল করা হবে । এছাড়াও তিনি সংশ্লিষ্টদের নিকট প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব জুয়েল বলেন, স্থানীয় এমপি মহোদ্বয়ের ডিও লেটার পেয়ে ম্যানেজিং কমিটিতে সংযুক্ত করে কমিটি গঠন করে বোর্ডে প্রদান করা হলে বোর্ড অনুমোদন করেন ।যেহেতু বোর্ড অনুমোদন দিয়েছে সেহেতু তিনি এডহক কমিটির বৈধ সভাপতি। এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষক শ্রেনীর কর্মচারী কোন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে সভাপতি হিসাবে দায়িত্ব নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ,না জনে নানা রকম বলছেন আমাদের বিদ্যালয় পরিচালনার নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি গঠন করে বোর্ডে দাখিল করার পর বোর্ড অনুমোদন করছে। এখানে আমাদের কি করার আছে । তবে এডহক কমিটির সভাপতি আজাদুল ইসলাম সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, মাত্র এডহক কিমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছি আইনগত কোন জটিলতা নেই বলেও তিনি দাবী করেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন বলেন,তিনি পাশ্ববর্তী উপজেলার একটি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত তিনি বর্তমান সময়ে পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া এম ইউ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন । এছাড়াও তিনি উপজেলার আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। একাধিক প্রতিষ্ঠানে একজন ব্যক্তি সভাপতি হিসাবে থাকতে পারেন। এরপর হাইর্কোটের নির্দেশনা মোতাবেক আজাদুল ইসলাম সভাপতি থাকতে পারবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে এর উত্তরে তিনি বলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে হাইর্কোটে যদি কোন রিট হয় তাহলে তিনি এ পদে থাকতে পারবেনা। উল্লেখ্য, মাহামান্য হাইকোর্ট গত ৮-৫-২০১৮ ইং তারিখের রীট পিটিশন -১৩৬৬০/২০১৭ এর আদেশে উল্লেখ্য করেছেন যে ,কোন শিক্ষক কিংবা শিক্ষক শ্রেনীর সদস্য ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইবে না। এ রিট পিটিশন আদেশ মুলে পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতিকুর রহমান আতিক সরকার কে অব্যহতি প্রদান করা হয় গত ৩০-০৬-২০২০ ইং তারিখে । এদিকে মহামান্য হাইকোর্টের এই আদেশ অমান্য করে অত্র প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির গঠনের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান স্থানীয় সচেতন মহল ।

Share.