বোয়ালমারীতে আনসার ভিডিপি’র গ্রাম প্রশিক্ষণ

0
বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর থেকে প্রশিক্ষণটি শুরু হয়। এ প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও সমসংখ্যক মহিলা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকাল ৪টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট মো. সেলিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, উপজেলা প্রশিক্ষক জুয়েল মন্ডল ও উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি আইন-শৃঙ্খলা রক্ষা ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রা খতে ভিডিপি সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের বিষয়ে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে আহবান জানান।
Share.