পশ্চিমবঙ্গে লকডাউনে নতুন নির্দেশনা

0

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে বাড়ল লকডাউনের মেয়াদ। তবে শিথিল করা হয়েছে কিছু বিধিনিষেধ। ভারতের অন্য রাজ্যগুলোর মতোই পশ্চিমবঙ্গেও চলছে টিকাদান কর্মসূচি। তবে ভুয়া ভ্যাকসিনকাণ্ডে কিছুটা বিব্রত মমতা সরকার।গত ১৬ মে থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন দেয় মমতা প্রশাসন। সে সময় রাজ্যজুড়ে প্রতিদিন সংক্রমণ ছিল ২০ হাজারের বেশি। মৃত্যুর হার ছিল শতাধিক।কঠোর লকডাউনের কারণে এক মাসে কমতে থাকে সংক্রমণের হার। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় ১৫ জুন থেকে রাজ্যটিতে কিছুটা শিথিল করা হয় লকডাউন।দোকানপাট খোলার সময়সীমা কিছুটা বাড়ানো হলেও বন্ধ রাখা হয়েছিল গণপরিবহন। তবে ১ জুলাই থেকে নতুন নিয়মে চলতে পারবে বাস, অটো ও রিকশা।অফিসের ৫০ শতাংশ কর্মী দিয়ে বেসরকারি সংস্থাও খোলা যাবে। তবে মেট্রো ও লোকাল ট্রেন বন্ধ থাকছে। থাকবে আগের মতোই রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ।

Share.