পাইকগাছায় উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

0

বাংলাদেশ থেকে খুলনা জেলা প্রতিনিধি: আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ শুরু হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজার চায়ের দোকান ও গ্রামে গ্রামে গিয়ে সাধারণ ভোটারদের কাছে দোয়া প্রার্থনা সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা। তবে নির্বাচনে বিএনপি কিংবা অন্য কোনো দলের অংশগ্রহণ নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। চলতি বছরের ১৭ ই জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এ দিকে শোনা যাচ্ছে ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাহিরে বা বিদ্রোহী প্রার্থী হয়েছিল তারা দলের কাছে মনোনয়ন চাইতে পারবে না বা চাইলে ও তাদের মনোনয়ন দল দিবে না।২০১৯ সালে দলীয় সিদ্ধান্তে নৌকা প্রতীক নিয়ে গাজী মোহাম্মদ আলীর সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে যারা নির্বাচন করেন তার মধ্যে অন্যতম উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজজামান ,প্রয়াত এমপি আলহাজ্ব এড শেখ মোঃ নুরুল হকের পুত্র আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ । নির্বাচনে নৌকা মার্কা গাজী মোহাম্মদ আলী বিপুল ভোটে নির্বাচিত হয়। এদিকে লক্ষকরা গেছে উপজেলায় আওয়ামী লীগের যে কয়জন দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন,তারা হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক এম এ গফুরের ছেলে আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শহীদ মুক্তিযোদ্ধা সন্তান শেখ কামরুল হাসান টিপু উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব সাবেক উপজেলা
পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ গনসংযোগ চালিয়ে যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপি আলহাজ্ব শেখ মোঃ নুরুল হকের ছেলে আ্#৩৯;লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম সতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিজয়ী প্রার্থী গাজী মোহাম্মদ আলীর নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী ছিলেন। উপ- নির্বাচনে অংশ গ্ধসঢ়;ৰহনে শেখ মনিরুল ইসলাম তৎপরতা না দেখা গেলোও তার সমর্থকরা চায়ের দোকানসহ বিভিন্ন জায়গায় আলাপচারিতায় রয়েছে।

Share.