পাইকগাছা থানা পুলিশ মানব পাচার মামলায় স্বামী- স্ত্রী আটক

0

বাংলাদেশ থেকে পাইকগাছা উপজেলা  প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ প্রতারক ও মানব পাচার মামলায় স্বামী-স্ত্রীকে
মাগুরা থেকে আটক করেছে। জানা যায়, পাইকগাছায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার মাগুরা জেলার শ্রীপুর থানার কালিনগর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে আকিরুল শেখ (৪৫) ও স্ত্রী শামিমা আফরিন শিল্পী (৩৫) কে পাইকগাছা থানাপুলিশ আটক করেছে। পাইকগাছার গড়ইখালী গ্রামের ইসহাক সরদারের ছেলে দেলোয়ার হোসেন ১৭ নভেম্বর পাইকগাছা থানায় একটি এজাহার দাখিল করে। এজাহার সূত্রে জানা যায়, আকিরুল শেখ বিদেশে (বেলজিয়াম) চাকরী দেয়ার নামে দেলোয়ারের ভাই সহ ৩ জনের কাছ থেকে ২৯ লাখ ৭৭ হাজার ৭৪১ টাকা হাতিয়ে নেয়। ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন সময় নগদ, ব্যাংক, বিকাশ ও এস,এ পরিবহনের মাধ্যমে উক্ত টাকা নিলেও অদ্যাবধি এ ব্যাপারে কোন ব্যবস্থা না করে নানা তালবাহানা করে আসছে। অবশেষে ১৭ নভেম্বর
পাইকগাছা থানায় মামলা হলে ওসি এজাজ শফীর নির্দেশে ওসি (তদন্ত) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। থানার মামলা নং- ১৬, তাং ১৭/১১/২০২০ ইং। ওসি এজাজ শফীর নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে মাগুরা থেকে হাবিবুর ও তার মামি শামীমা আফরিনকে আটক করে।

Share.