‘পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বললেন জো বাইডেন’

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন কৌশলপত্র থেকে পাকিস্তানের নাম বাদ দিয়ে দেশটির সঙ্গে আলাদা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতার মধ্যেও পাকিস্তানকে এক হাত নিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার লস এঞ্জেলেসে ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন ‘পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ’ হিসেবে অভিহিত করেন। অভিযোগ তোলেন, ‘দেশটির কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।’ একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় মাতেন। চীনের প্রেসিডেন্টকে নিয়ে বাইডেন বলেন, ‘শি জানেন তিনি কী চান। তবে তার অনেক সমস্যা আছে।’ নীতি নথিতে দাবি করা হয়েছে, চীনের সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হলেও বর্তমানে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। মার্কিন নিরাপত্তা কৌশলে আগামী দশ বছরকে চীনের সঙ্গে প্রতিযোগিতার দশক হিসেবে বিশেষ নজরে রাখা হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডন্ট পুতিনকে নিয়ে বাইডেন বলেন, রাশিয়ায় যা ঘটছে তার সাথে আমরা কীভাবে এটি পরিচালনা করব? আমরা এখনও মারাত্মক বিপজ্জনক রাশিয়াকে বাধা দেওয়ার পাশাপাশি চীনের ওপর স্থায়ী প্রতিযোগিতা বজায় রাখাকে অগ্রাধিকার দেব। বুধবার বাইডেন প্রশাসন কংগ্রেসের বাধ্যতামূলক মূল নীতি নথি প্রকাশ করেছে যেখানে চীন এবং রাশিয়া উভয়কেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে তুলে ধরেছে। ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বলা হয়েছে, চীন এবং রাশিয়া এই বছরের শুরুতে ‘সীমাহীন বন্ধুত্বের’ ঘোষণা করেছিল। তারা ক্রমবর্ধমানভাবে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে কিন্তু তারা যে চ্যালেঞ্জগুলি তৈরি করেছে তা আলাদা। যুক্তরাষ্ট্রের বিশ্বের নেতৃত্ব দেওয়া নিয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। বলেন, ‘২১ শতকের দ্বিতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গতিশীল পরিবর্তনের জন্য প্রচুর সুযোগ রয়েছে।

Share.