পাকিস্তানে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা নিয়োগের প্রক্রিয়া শুরু

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক সিনেটর আনোয়ারুল হক কাকার। দেশটিতে আজ থেকে শুরু হচ্ছে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা নিয়োগের প্রক্রিয়া। সোমবার পাকিস্তানের অষ্টম অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আনোয়ারুল হক কাকার আজ তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা গঠনের জন্য পরামর্শ শুরু করবেন। রাষ্ট্রপতি ড. আরিফ আলভি সোমবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি, পাঞ্জাবের গভর্নর বালিঘুর রহমান, সিন্ধুর গভর্নর কামরান তেসোরি, পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভি, খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সঙ্গে মিলে যাওয়া শপথ অনুষ্ঠানের পরে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর হাউসে গার্ড অব অনার দেয়া হয়। যেখানে বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে স্বাগত জানান। এরপর ১৬ মাস প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকেও প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ করার সময় গার্ড অব অনার দেওয়া হয়।

Share.