পাকিস্তানে হাজার বছরের পুরোনো বিষ্ণু মন্দির আবিষ্কার

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানে প্রায় এক হাজার ৩০০ বছরের পুরোনো একটি বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ আবিষ্কার করা হয়েছে। দেশটির সোয়াট জেলায় পাহাড়ের উপরে বারিকোট ঘুন্ডাই অঞ্চলে মন্দিরটি আবিষ্কার করেছেন পাকিস্তানি ও ইতালিয় প্রত্নতাত্ত্বিকরা।  বৃহস্পতিবার আবিষ্কারের ঘোষণা করে খাইবার পাখতুনখোওয়া প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক ফাজলে খালিক জানিয়েছেন, হিন্দু শাহি আমলে ওই মন্দির নির্মাণ করা হয়েছিল। জানা গেছে, ৮৫০-১০২৬ খ্রিস্টাব্দে পূর্ব আফগানিস্তানের কাবুল উপত্যকা ও বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে অবস্থিত গান্ধার এলাকা শাসন করত হিন্দু শাহি ওরফে কাবুল শাহি বংশ। খননে প্রত্নতাত্ত্বিকরা ওই মন্দিরের কাছাকাছি খুঁজে পেয়েছেন সৈন্যদের বসবাসের অঞ্চল এবং নজরমিনারের অংশ। এ ছাড়া মন্দিরের কাছেই পাওয়া গেছে একটি জলাধার, যেখানে পূজার আগে হিন্দু ধর্মাবলম্বীরা স্নান করত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফাজলে খালিক আরো জানিয়েছেন, সোয়াট জেলায় এখন পর্যন্ত হাজার বছরের পুরোনো বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রাচীন হিন্দু শাহি রাজত্বের একাধিক নিদর্শন এই প্রথম ওই অঞ্চলে পাওয়া গেছে।

Share.