পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় পাকিস্তানি সেনা নিহত

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সামরিক বাহিনী সোমবার এ তথ্য জানিয়েছে। এক মাসের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় মারাত্মক হেলিকপ্টার দুর্ঘটনা। হেলিকপ্টারটি আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি ছোট শহর খোস্তের কাছে বিধ্বস্ত হয়। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এক ফ্লাইং মিশনে একটি হেলিকপ্টার গতকাল মধ্য রাতে বিধ্বস্ত হয়। দুই সেনা মেজর (উভয় পাইলট) সহ ছয়জন কর্মী এই দুর্ঘটনায় শহীদ হয়েছেন। বিধ্বস্তের কারণ বা বিমানের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। যে এলাকায় হেলিকপ্টারটি নেমে এসেছে সে এলাকাটি সাম্প্রতিক বন্যার কবলেও পড়েনি। আগস্টের শুরুতে, বেলুচিস্তানে বন্যা ত্রাণ অভিযানের সময় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হলে সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের একজনসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হয়। প্রচণ্ড মৌসুমী বৃষ্টির কারণে এই বছর পাকিস্তানে বিধ্বংসী বন্যা হয়েছে, বিশেষ করে সিন্ধু এবং বেলুচিস্তান প্রদেশে। ১ হাজার ৬ শ’র বেশি মানুষ মারা গেছে এর মধ্যে বেলুচিস্তানের ৩২৩ জন।

Share.