পানির নিচে গ্যারেজ! বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নেদারল্যান্ডস

0

ডেস্ক রিপোর্ট:  গ্যারেজ বলতে প্রথমেই আমরা বুঝি সড়কের পাশে কিংবা ভবনের নিচতলায় গাড়ি ও সাইকেল রাখার জায়গা। কিন্তু পানির নিচে গ্যারেজ এমনটি কী কখনো শুনেছেন কেউ? এমনই অকল্পনীয় গ্যারেজ বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। রাজধানী আমস্টারডামে পানির নিচে বিশালাকায় একটি বাইসাইকেল গ্যারেজ বানিয়েছে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলের দেশটি। আমস্টারডামের আইজে নদীর উপনদী ওপেন হ্যাভেন ফ্রন্টের নিচে নির্মাণ করা একটি বাইক গ্যারেজ গত মাসে খুলে দেওয়া হয়েছে। আরেকটি এর পাশেই আইজে নদীতে নির্মাণ করা হচ্ছে। চলতি মাসে এ গ্যারেজটিও খুলে দেওয়ার কথা রয়েছে। আমস্টারডাম সেন্ট্রাল রেলস্টেশনের পাশের এ গ্যারেজ দুটিতে মোট ১১ হাজার বাইক রাখা যাবে। সাইক্লিং পাগল রাজধানীবাসীর জন্য গ্যারেজটি বিশাল সুবিধা করে দিয়েছে। এখন আর তাদের সাইকেল রাখা নিয়ে চিন্তা করতে হবে না। আমস্টারডাম পৌরসভা জানিয়েছে, একত্রে গ্যারেজ দুটি শহরের মধ্যে সবচেয়ে বড় হবে। ওপেন হ্যাভেন গ্যারেজে ৭ হাজার এবং পাশেরটিতে প্রায় ৪ হাজার সাইকেল রাখা যাবে। ২০১৯ সালে গ্যারেজটির নির্মাণকাজ শুরু হয়েছিল। পুরোটা পানির নিচে থাকা এ গ্যারেজ নির্মাণ করাও সহজ ছিল না। পৌরসভার পোস্ট করা একটি টাইম-ল্যাপস ভিডিওতে দেখা গেছে, গ্যারেজ নির্মাণের জন্য প্রথমে পানি অপসারণ করা হয়েছিল। এরপর কাঠামো তৈরি করে পরে পুনরায় পানি ছেড়ে দেওয়া হয়। শহরটির ২০২১ বাইসাইকেল মনিটর পরিকল্পনা অনুসারে, আমস্টারডামে ৯ লাখ বাইসাইকেল রয়েছে। শহরটিতে সাইকেলে প্রতিদিন প্রায় ৬ লাখ ২৫ হাজার ট্রিপ সম্পন্ন হয়। বিপুলসংখ্যক এ সাইকেল পার্কিং কিভাবে করা যায় সেটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

Share.