পারস্য উপসাগরের ওপর দিয়ে ইসরাইলে এলো মার্কিন বোমারু বিমান

0

ডেস্ক রিপোর্ট: পরমাণু বোমা বহনে সক্ষম দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে এলো ইহুদিবাদী দেশ ইসরাইলে।সম্প্রতি সময়ে পঞ্চমবারের মতো মার্কিন এ বোমারু বিমান পারস্য উপসাগরীয় এলাকায় মহড়া দিল। খবর আনাদোলুর। ইসরাইলি দৈনিক ইয়েদিঅথের বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, মার্কিন দুটি বি-৫২ বোমারু বিমান রোববার ইসরাইলের একটি বিমানবন্দরে অবতরণ করেছে। মূলত ইরানকে উসকানি দিতেই ঘনঘন পারস্য উপসাগরীয় এলাকায় মহড়া দিচ্ছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতার শেষ সময় এসে মধ্যপাচ্যে আরেকটি যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
এর আগে গত ৭ জানুয়ারি সৌদি আরবের রাজকীয় বিমানবহর এবং মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে চতুর্থবারের মতো ওই দুটি বি-৫২ বোমারু বিমান ইসরাইল এসেছিল।

Share.