পায়রা বন্দরের সীমানা ওয়াল নির্মান কাজ শেষ হতে না হতেই ফের ধসে পড়েছে

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মান কাজ শেষ হতে না হতেই ফের ধসে পড়েছে পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যরে দুটি সীমানা গাইড ওয়াল। ৩০ জুন সন্ধ্যায় বন্দরের কোয়াটার সংলগ্ন পশ্চিম পাশের ছয়আনি খালের মধ্যে ওই গাইড ওয়াল দুটি ধসে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার (২৯ জুন) ৩ টি গাইড ওয়াল খালের দিকে হেলে পড়ে। বর্তমানে ঝুঁকিতে রয়েছে পুরো প্রায় ৩ হাজার ফুটের গাইড ওয়াল। এ বছরের ৩০ জানুয়ারি আরও একটি গাইড ওয়াল হেলে পড়েছিলো। পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানী ১১ কোটি টাকা ব্যয়ের ওই গাইড ওয়ালের কাজ গত বছর শুরু করে। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর ওই গাইড ওয়ালটি ধসে পড়ে। এতে বর্তমানে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসী মধ্যে। তবে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Share.