পিএসজিতে বিশ্বকাপের স্মৃতি ফেরালেন লিওনেল মেসি

0

স্পোর্টস রিপোর্ট: ক্যারিয়ারের সেরা অর্জন বিশ্বকাপ জয়ের পর থেকেই নিজ দেশ আর্জেন্টিনায় সুখের সময় কাটান সুপারস্টার লিওনেল মেসি। গত ১৮ ডিসেম্বর স্বপ্নের বিশ্বকাপ জয়ের প্রায় তিন সপ্তাহ পর অবশেষে ক্লাব ফুটবলে ফিরেছেন খুদে জাদুকর। বুধবার রাতে ফেরার ম্যাচেই করেছেন গোল, তাতে ফরাসি লিগ ওয়ানে জিতেছে প্যারিস সেইন্ট-জার্মেইনও (পিএসজি)। ঘরের মাঠ প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে অতিথি অ্যাঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে প্যারিসের পরাশক্তিরা। এর ফলে আগের ম্যাচে হারের পর জয়ের ধারায় ফিরেছে পিএসজি।  নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফেরা নেইমারও খেলেছেন দুর্দান্ত। তবে ব্যক্তিগত কারণে ছিলেন না আরেক তারকা কিলিয়ান এমবাপে। প্রয়াত বাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে ম্যাচটি শুরু হয়। ম্যাচের আগে গা গরমের সময়ও পেলের ছবি সম্বলিত টি-শার্ট পড়তে দেখা যায় মেসি-নেইমারদের। যেখানে লেখা ছিল ‘অমর’ শব্দটি। এই জয়ে ছয় পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে লিগ ওয়ানের শীর্ষস্থান আরও পোক্ত করেছে পিএসজি। বর্তমানে ১৮ ম্যাচে দলটির পয়েন্ট সর্বোচ্চ ৪৭। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেন্স। মাত্র ৮ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে সবার তলানীতে অবস্থান করছে অ্যাঞ্জার্স।  কাতার বিশ্বকাপের ফাইনালে চোখ ধাঁধানো হ্যাটট্রিক করা এমবাপের অনুপস্থিতিতে আবারও তরুণ স্ট্রাইকার হুগো একটিকে আক্রমণভাগে সুযোগ দেন পিএসজি কোচ। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ম্যাচের পঞ্চম মিনিটে নোর্ডি মুকিয়েলের ক্রস থেকে একটিকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন। ম্যাচের ৭২ মিনিটে আবারও মুকিয়েলের অ্যাসিস্টে পিএসজির জয় নিশ্চিত করা গোলটি করেন মেসি। প্রথমে গোলটি অফসাইডের কারণে বাতিল করা হলেও ভিএআর শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত দেয়। মৌসুমে এটি আর্জেন্টাইন অধিনায়কের ১৩ নম্বর গোল। ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার বলেন, মেসি দারুণভাবে ফিরে এসেছে। সে খুব স্বস্তি নিয়ে খেলেছে, শারীরিকভাবেও দারুণ ফিট আছে। মেসি ফেরায় পুরো দলের চেহারাই পাল্টে গেছে। আমাদের দলের প্রায় বেশিরভাগ খেলোয়াড়ই বিশ^কাপ শেষে দলে ফিরেছে। এ কারণে তাদের জন্য আবারও নতুন করে লিগে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়েছে। আমাদের এখন সবাইকে একত্রিত করাটাই মূল চ্যালেঞ্জ। খেলোয়াড়দের মধ্যে যে সামান্য সমন্বয়হীনতা দেখা দিয়েছে তা কাটিয়ে উঠতে কাজ করা হচ্ছে। আরেক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেন্স ২-২ গোলে স্ট্রসবার্গের সঙ্গে ড্র করেছে। নতুন বছরে পিএসজি লেন্সের কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পারেনি। কিন্তু সপ্তাহের শেষে ফরাসি কাপে তৃতীয় সারির দল চাটেরক্সের সঙ্গে ৩-১ গোলের জয় দিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে। অন্যদিকে লেন্স এবারের মৌসুমটা বেশ উপভোগ করছে। কিন্তু ধুঁকতে থাকা স্ট্রসবার্গের বিরুদ্ধে সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করেছে তারা। কোচ জুলিয়ে স্টিফেনকে বরখাস্তের পর এটাই তাদের প্রথম ম্যাচ। অ্যালেক্সিস ক্লডে-মরিস ১১ মিনিটে সফরকারী লেন্সকে এগিয়ে দেন। সানজিন প্রাসিচ ১৩ মিনিটে সমতা ফেরানোর পরপরই কেভিন গামেরিও দারুণ গোলে স্ট্রসবার্গকে এগিয়ে দেন। বিরতির আগে বেলজিয়ান লোয়িস ওপেন্ডার গোলে ম্যাচে সমতা ফেরায় লেন্স। এরপর ম্যাচ আর কোন গোল হয়নি।  অন্যদিকে ট্রোয়েসের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে তৃতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেই। চান্সেল এমবেম্বা ও ফরাসি বিশ^কাপ দলের সদস্য জর্ডান ভেরেটুটের গোলে মার্শেইর জয় নিশ্চিত হয়। আরেক ম্যাচে ইনজুরি সময়ে গোল হজম করে ক্লারমন্টের বিরুদ্ধে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রেনে। এ নিয়ে চতুর্থ ম্যাচে হারের স্বাদ পেয়েছে তারা। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ৭৭ মিনিটে বেঞ্জামিন বোরেগেয়াড ও ৮৩ মিনিটে ওয়ারমেড ওমারি সরাসরি লালকার্ড দেখলে রেনেকে ম্যাচটি শেষ করতে হয় নয়জন নিয়ে। পঞ্চম স্থানে থাকা মোনাকো ২-২ গোলে ড্র করেছে লোরিয়েন্টের সঙ্গে।

Share.