পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহে দুই শিশুসহ নিহত-৩

0

বাংলাদেশ থেকে ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৩ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাশীপুর পৌর কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কোটচাঁদপুরের এলাঙ্গী ও কালীগঞ্জের বলাকান্দা গ্রামে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, আজ সকাল ১১ টার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে একটি ভ্যানযোগে বাড়ি ফেরার সময় কাশীপুর পৌর কলেজের সামনে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়। বাকি চার জনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ভ্যান চালক মারা যান। বাকি ৩ জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে মুমুর্ষ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Share.