পিছিয়ে যেতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

0

স্পোর্টস ডেস্ক: মাত্রই শেষ হলো তিন দলের ওয়ানডে কাপ। জাতীয় দলের সদস্যদের সঙ্গে এইচপি দলের সদস্যদের নিয়ে করা হয় তিনটি দল। ওই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি অনেকেরই তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিকল্পনা করে টি-টোয়েন্টি কাপ আয়োজনের। গত ২৫ অক্টোবর ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, আগামী ১৫ নভেম্বর থেকে টি-টোয়েন্টি কাপ শুরু হবার কথা। ‘ওয়ানডে টুর্নামেন্ট ছিল তিনটা দলের, এখন হবে পাঁচটা দল। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে সব লোকাল ক্রিকেটারদের দিয়ে টুর্নামেন্ট আয়োজন করা। পাঁচটা টিম নিয়ে করবো, তাহলে আরও বেশ কিছু ছেলে  সুযোগ পাবে। আরও মিনিমাম ৩০ জন ছেলে টি-টোয়েন্টি লিগে আসবে। এটা চ্যালেঞ্জিং। ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্টটা করবো নভেম্বরের ১৫ তারিখ থেকে।’ তবে নির্ধারিত তারিখ থেকে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বলে আরটিভি নিউজকে জানিয়েছেন বিসিবির একটি সূত্র। তবে ঠিক কি কারণে পিছিয়ে যাচ্ছে সেটি নিশ্চিত করেনি সূত্রটি। ‘১৫ নভেম্বর থেকে এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। নতুন তারিখ শীগ্রই জানানো হবে।’ করোনার মহামারির কারণে বদলে গেছে পরিস্থিতি। তাই এবছর বিপিএল আয়োজনের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। বিসিবি চাইছে দেশের ক্রিকেটারদের নিয়ে এই লিগ আয়োজন করতে।

Share.