সোমবার, ডিসেম্বর ৩০

পিতার ট্রলিতে পিষ্ট হয়ে সন্তানের মৃত্যু

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পিতার ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইয়ামিন হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) সকাল ১১টার দিকে উপজেলার বগা-কাছিপাড়া সড়কের হোগলা দীনিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ইয়ামিন ওই মাদ্রসার প্রথম শ্রেনীর ছাত্র। সে হোগলা গ্রামের জাকির হোসেনের ছেলে। জাকির হোসেন পেশায় একজন ট্রলি চালক। মাদ্রাসা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ছিল কোরআন মৌখিক পরীক্ষা। সকাল ১১টার দিকে ইয়ামিন পরীক্ষা শেষে মাদ্রসা থেকে বের হলে তার বাবার সঙ্গে দেখা হয়। এ সময় বাবা জাকির হোসেন ছেলেকে দেখে গাড়িতে তুলে নেন। ট্রলিটি মাদ্রাসার অদুরেই বাম পাশের সামনের চাকা সড়কের খাঁদে পরে গেলে গাড়ি থেকে ছিটকে পরে ইয়ামিন। জাকির হোসেন ছেলে পরে যাওয়া খেয়াল করতে না পেরে গাড়ি সামনের দিকে টান দিলে পিছনের চাকায় পিষ্ট হয় ইয়ামিন। পরে স্থানীয়রা ইয়ামিনকে উদ্ধার করে বগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কান্নাজড়িত কন্ঠে ইয়ামিনের বাবা জাকির হোসেন বলেন, দুই ছেলে এক মেয়ের মধ্যে ইয়ামিন সবার ছোট। ছেলেটি রোদের মধ্যে এই গরমে হেঁটে বাড়ি যাবে এই ভেবে ওকে আমি গাড়িতে তুলি। কিন্তু মুহুর্তের মধ্যে কি হতে কি হলে গেল। আমার ছেলের মৃত্যু আমার হাতেই হয়ে গেল। এবিষয়ে বাউফল থানার (ওসি) তদন্ত মো. মিজানুর রহমান বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ইয়ামিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.