বাংলাদেশ থেকে পিরোজপুর জেলা প্রতিনিধি:পিরোজপুরে লকডাউনের বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমান আদালত ২১ মামলায় ৬৪ হাজার ৭ শত টাকা জরিমানা করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যবিধি মানাতে মঙ্গলবার (২৯ জুন)শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এসময় ভ্রাম্যমান আদালত লকডাউনের বিধিনিষেধ না মানায় পিরোজপুর সদর উপজেলায় ২১ টি মামলায় ৬৪ হাজার ৭ শত টাকা জরিমানা করেন।এর মধ্যে কাপড় ব্যবসায়ী ৪২ হাজার ৫০০, কসমেটিক্স ব্যবসায়ী ১৪ হাজার, জুয়েলারি ব্যবসায়ী ৮ হাজার এবং মাস্ক না থাকায় ৪ জনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
পিরোজপুরে লকডাউনের বিধিনিষেধ না মানায় ২১ মামলায় ৬৪ হাজার টাকা জরিমানা
0
Share.