সুখবর জানিয়েও কটাক্ষের শিকার নোবেল

0

বিনোদন ডেস্ক:অতীত যেন পিছু ছাড়ছে না ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের। বিতর্ক এবং তিনি যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। নইলে নির্ভেজাল সুখবর পোস্ট করেও কি আর বিদ্রুপের শিকার হতে হয়! এমনটাই ঘটেছে নোবেলের সঙ্গে। নিজের পিতৃত্বের খুশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটবাসীর নিশানায় তিনি।মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’এই পোস্ট দেখে অনেকে নোবেলকে শুভকামনা জানলেও ভেসে আসে বিদ্রুপের তিরও। নেটিজেনরা আপত্তি তোলেন গায়কের ‘হয়তো’ শব্দের ব্যবহার নিয়ে। কেউ নোংরা প্রসঙ্গ টেনেছেন, কেউ আবার মজা করে তিরস্কার করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, ‘হয়তো কেন? আপনি কি শিওর নন?’ফারিহা মাইমুনা নামে এক নারীর প্রোফাইল থেকে প্রশ্ন তোলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’

তবে শুধু ট্রোলিং নয়, অনেকে এই খবরে নোবেল ও তার স্ত্রীকে শুভকামনা জানিয়েছেন। অনেকে আবার অতীতের উশৃঙ্খলতা ভুলে ভালো বাবা হওয়ার পরামর্শও দিয়েছেন। সব মিলিয়ে নোবেলের বাবা হওয়ার খবর পোস্টের পর উপছে পড়ে কমেন্ট বক্স। তবে ট্রোলিংয়ের জেরে পোস্টটি ডিলিট করে দেন নোবেল।জি বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এর হাত ধরে খ্যাতির শীর্ষে উঠেছিলেন নোবেল। কিন্তু বিতর্কের ধাক্কায় অনুরাগীদের সেই মোহ কাটতে সময় লাগেনি। ২৫ বছর বয়সী এই গায়কের কীর্তিতে সারা বছরই শোরগোল থাকে নেটপাড়া।কখনো তিনি ব্যান্ড তারকা জেমসকে জড়িয়ে অশ্লীল পোস্ট করেন, আবার কখনো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করেন। কখনো আবার টিভি সাংবাদিককে মোবাইল ফোনে অপহরণের হুমকি দিয়ে বিতর্কে জড়ান। এ জন্য একাধিক বার তার নামে থানায় অভিযোগও গেছে।

Share.