শনিবার, ডিসেম্বর ২৮

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত

0

বাংলাদেশ থেকে কক্সবাজার জেলা প্রতিনিধি : টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) ভোররাতে উপজেলার হোয়াইক্যংয়ের উলুবনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত মাদক ব্যবসায়ীদের পরিচয় জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া মাহমুদ জানান, ভোররাত ৩টার দিকে পুলিশ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসে। ২৫ ও ২১ বছর বয়সী অজ্ঞাত দুই রোহিঙ্গাকে এসময় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। দুই পুলিশ সদস্যও আহত হন বলে জানান তিনি। এদিকে স্থানীয় সূত্রে জানাযায়, নিহত দু’জনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর মোহাম্মদ ও মোঃ রফিক। স্থানীয় সুত্রে আরও জানা যায়, এরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ডেও লিপ্ত ছিল। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন

Share.