সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেন হুইপ গিনি এমপি

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি :  করোনা ভাইরাস সংক্রান্ত এই দূর্যোগে বাজারে ধান-চালের মূল্য নিয়ন্ত্রনে রাখতে ৯ মে শনিবার গাইবান্ধা খানকা শরীফ খাদ্য গুদাম চত্বরে গাইবান্ধায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ও মিলারদের কাছ থেকে চাল ক্রয় শুরু হয়েছে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জহুরুল হক, কৃষি বিভাগের উপ-পরিচালক মো: মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, রেজাউল করিম রেজা, দীপক কুমার পাল প্রমুখ। জাতীয় সংসদের হুইপ গিনি এসময় বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত এই দুর্যোগে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। সেইসাথে কৃষকরা যাতে ধান-চালের ন্যায্যা মূল্য নিশ্চিত করতে সরকার খুব দ্রুত ধান-চাল ক্রয় শুরু করেছে। তিনি আরো বলেন, ধান ও চাল ক্রয়ে যাতে কোন অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

উলেখ্য যে, এবছর জেলায় কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ১শ ৪২ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ২৩ হাজার ৬শ ৮৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ হাজার ৬শ ২৮ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।

Share.