বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত

0

ঢাকা অফিস: রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহেল হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ দাবি, সোহেলের বিরুদ্ধে খুন ও মাদকসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে। আজ রবিবার বাংলাদেশ সময় সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এই তথ্য জানান। ওসি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সোহেল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহেল ফরিদপুরের ভাঙ্গা থানার সুরুজ হাওলাদারের ছেলে।

Share.