বাংলাদেশ থেকে ভোলা জেলা প্রতিনিধি: ভোলায় পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাত সর্দার (জলদস্যু) শফিকুল ইসলাম ওরফে ওয়াটার লড শফি নিহত হয়েছে। ৮ সোমবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন বালির মাঠে এই ঘটনা ঘটে। ডাকাত সর্দার শফি একই উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুল মুনাফের ছেলে।পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নিশ্চিত করে বলেন, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার হাওলাদার মার্কেট সংলগ্ন স্থানে দুই গ্রুপ জলদস্যুর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে, ডাকাতরা পাশ্ববর্তী ভেদুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সংলগ্ন বালির মাঠে গেলে সেখানে থেকেই জলদস্যুরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশ ও পাল্টা গুলি চালায় এতে ঘটনাস্থলেই জলদস্যু শফিকুল নিহত হন এবং এই ঘটনায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। উল্লেখ্য, এই শফি বাহিনীর তান্ডবে মেঘনার জেলেরা দিশেহারা হয়ে উঠে। গত কয়েকমাস আগে শফি মুক্তিপনের টাকার জন্য এক জেলেকে গুলি করে হত্যা করে এবং ১৬৪ ধারায় আদালতে জবানবন্ধিতেজেলে হত্যার ঘটনা শিকার করে।
পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত।
0
Share.