সৌদিতে আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে, শনাক্তের রেকর্ড

0

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৮৩ জন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৭৩৬ জন। এদিকে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। সোমবার দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৬৯ জন রোগি। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে একটি টুইট করেছে। এতেই আক্রান্তের সংখ্যা নিশ্চিত করা হয়। টুইটে জানানো হয়, আরো অন্তত ১,৬৩২ জনের অবস্থা গুরুতর। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪ জন। সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি কঠোর লকডাউন শিথিল করার পরপরই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। শনি ও রোববারও ৩ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়। এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে গত শুক্রবার মক্কা যাওয়ার প্রবেশপথ বন্দরনগরী জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করে সৌদি আরব। লকডাউনের মধ্যে বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও রাখা হয়েছে। মসজিদগুলোতে সব ধরণের নামাজ স্থগিত করা হয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি কর্মজীবীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এর আগেই ওমরাহ পালন স্থগিত করে সৌদি আরব। অবস্থা দিনকেদিন খারাপ হওয়ায় ওই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share.