পেঁয়াজ মজুতের মামলায় ব্যবসায়ীকে জামিন দেননি হাইকোর্ট

0

ঢাকা অফিস: অবৈধভাবে ৪২ বস্তা পেঁয়াজ মজুতের মামলায় ফেনীর ব্যবসায়ী মইন উদ্দিনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আসামি পক্ষের করা জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিকালে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, ‘এ বছরের সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল পেঁয়াজ। এই পেঁয়াজকে কেন্দ্র করে সরকারের মেগাপ্রকল্পসহ সব বড় অর্জন ম্লান হওয়ার উপক্রম হয়েছে। তাই মজুতের অভিযুক্ত এই আসামিকে জামিন দিলে অন্যরাও উৎসাহিত হবে। এ কারণেই চার্জসিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত আসামিকে জামিন দেওয়া উচিত হবে না।’ পরে আসামির আইনজীবীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।

উল্লেখ্য, ব্যবসায়ী মইন উদ্দিন ৪২ বস্তা পেঁয়াজ কিনে মজুত করেন। এর পরিমাণ ছিল প্রায় এক হাজার ৪০০ কেজি। ওই ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেফতার করে। পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। কিন্তু হাইকোর্ট জামিন না দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠান। এরপর পুনরায় জামিন চেয়ে মইন উদ্দিন হাইকোর্টে আবেদন জানান। কিন্তু উচ্চ আদালতেও তার জামিন মেলেনি।

Share.