প্রকৃতি সহযোগিতায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

0

ঢাকা অফিস: আগুন নেভাতে ফায়ার সার্ভিসসহ সহযোগিতা করল খোদ প্রকৃতি। আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কড়াইলের পাশের গোডাউনের আগুন। রোববার (২৪ মার্চ) বিকেলে ওই আগুন লাগে। আগুন লাগার আধা ঘণ্টা পর বৃষ্টি নামে। বৃষ্টি হওয়ায় অগ্নি নির্বাপণে সহযোগিতা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনে অনেকগুলো দোকান ও ঘর পুড়ে গেছে। তবে অন্যান্য বারের মতো পানির স্বল্পতার কোনো অভিযোগ আসেনি। বিকেলে হঠাৎ বস্তির ওই গোডাউনে আগুন লাগে। আগুন নেভাতে তৎক্ষণাৎ নামে ফায়ার সার্ভিস। প্রকৃতিও যেন এ সময় সাহায্যের ভূমিকায় অবতীর্ণ হয়। পানি সংকট না হলেও বৃষ্টির কারণে আগুন নিয়ন্ত্রণে অনেকটাই সুবিধা হয় ফায়ার সার্ভিসের। ৮টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। মধ্যে পুড়ে যায় প্রায় ১০০ ঘর। নিঃস্ব হয় সাধারণ মানুষ। ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ নইমুল আহসান ভূঁইয়া জানান, আগুনের সূত্রপাত এখন পর্যন্ত জানতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

Share.