ঢাকা অফিস: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (৩৫) নামে একজন প্রতারককে আটক করেছে র্যাব-৭। বুধবার বিকেলে বিষয়টি জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া ) মো. মাহমুদুল হাসান মামুন। তিনি জানান, মাসুদ কখনও গোয়েন্দা পুলিশ, কখনও বন্দরের নিরাপত্তা কর্মকর্তা, কখনও সাংবাদিক পরিচয়সহ নানাবিধ মিথ্যা পরিচয় ব্যবহার করে জনসাধারণের কাছ থেকে বিভিন্ন সময় প্রতারনামূলকভাবে ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টকালে ধাওয়া করে মাসুদ রানাকে (৩৫) আটক করে। এ সময় মাসুদ রানার নিজ হেফাজতে থাকা নকল পিস্তল- ১টি, ওয়াকিটকি সেট ১টি, বুট ১ জোড়া, চাকু ৮টি, চাইনিজ কুড়াল ১টি ও পত্রিকার আইডি কার্ড দুটি উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কখনও গোয়েন্দা পুলিশ এবং কখনও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে সাধারণ জনগণকে হয়রানি করছে এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে বলে স্বীকার করেছে।
প্রতারণার জন্য অনেক পরিচয় তার
0
Share.