প্রতিকূল পরিবেশেও শক্তিশালী চীনের নতুন বোমারু বিমান

0

ডেস্ক রিপোর্ট: যেকোনো প্রতিকূল আবহাওয়ায় অভিযান পরিচালনায় সক্ষম একটি কৌশলগত বোমারু বিমান প্রথমবারের মতো প্রদর্শন করেছে চীনের সেনাবাহিনী। খবর চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের।দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে চীনের চলমান মতবিরোধ ও ওই অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ পাঠানোর কারণে পরিস্থিতি যখন উত্তপ্ত তখন এই বিমানটি উদ্বোধন করল বেইজিং।বিমানটির প্রথম প্রদর্শনী উপলক্ষে একটি মহড়ারও আয়োজন করে চীন।চীনের নয়া এ বোমারু বিমানটির নাম এইচ-সিক্সজে। এটি একসঙ্গে সাতটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ওয়াইজে-১২’ বহন করতে পারে। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষপণাস্ত্র।মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চীনা এই বোমারু বিমানটি আকাশে অন্য বিমান থেকে জ্বালানী সংগ্রহ করতে পারে। তবে নিরাপত্তার কারণে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি বেইজিং।

 

Share.