প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে নিক্ষেপ, চালক-সহকারী রিমান্ডে

0

ঢাকা অফিস: ঢাকার কেরানীগঞ্জে বাকপ্রতিবন্ধী এক নারীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ওই বাসের চালক সবুজ ও তাঁর সহকারী নাহিদকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফায়রুস তাসনিম প্রত্যেকের দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।বিষয়টি আদালতের সরকারি কোঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডে নেওয়ার আদেশ দেন।এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে স‍ংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত সোমবার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকা থেকে এন মল্লিক পরিবহনের একটি বাসে ওঠেন বাকপ্রতিবন্ধী ওই নারী। বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই নারীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় মারাত্মক আহত হন ওই নারী।

Share.