প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বোমা হামলা জোরদার করেছে রাশিয়া

0

ডেস্ক রিপোর্ট: গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বোমা হামলা জোরদার করেছে রাশিয়া। অপরদিকে ইউক্রেন তার দক্ষিণ অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে। খবর রয়টার্সের। কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানীর প্রান্তে ভিশোরোদ জেলার সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রে আঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি যখন লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি গিটানাস নৌসেদার সঙ্গে পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন সেসময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ইউক্রেনের রাষ্ট্রীয় দিবসটিকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আর সেসময়ই বিমান হামলার সাইরেন বেজে উঠে। পার্লামেন্টে ভাষণের সময় জেলেনস্কি বলেন, রাশিয়া আমাদের কী হুমকি দেয় তাতে কিছু যায় আসে না। বিমান হামলার সাইরেন হোক বা অন্য কিছু, যেটা গুরুত্বপূর্ণ তা হল ইউক্রেনীয়দের দৃঢ়তা অন্যদেশগুলিকে মুগ্ধ করেছে। সংঘাতের শুরু থেকে রুশ বাহিনী কিয়েভ দখল করতে চেয়েও ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে পিছু হটেছিল। কিন্তু সম্প্রতি এই আক্রমণটি কিয়েভের স্বাভাবিকতার অনুভূতিকে ভেঙে দিয়েছে। আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ চৌসভ ইউক্রেনীয় টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ১০টির বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্র কিয়েভের উত্তর-পূর্বে চেরনিহিভ অঞ্চলে আঘাত করেছে। কিয়েভকে যেভাবে কয়েক সপ্তাহ ধরে টার্গেট করা হয়েছিল, চেরনিহিভকে সেভাবে করা হয়নি। এটি ছিল ইউক্রেনের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব দিবসে রাশিয়ার শুভেচ্ছা জানানোর তরিকা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উত্তর জেলা কমান্ড বলেছে, রাশিয়ার মিত্র বেলারুশের একটি ঘাঁটি থেকে রাশিয়ার সীমান্তবর্তী চেরনিহিভ অঞ্চলে ২০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অপরদিকে দক্ষিণে খেরসন শহরের চারপাশে পাঁচটি রুশ শক্তিশালী ঘাঁটিতে ইউক্রেন বাহিনী বিমান হামলা চালিয়েছে। খেরসন শহরটি বর্তমানে রাশিয়ার দখলকৃত অন্যান্য অঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল। ইউক্রেনের বাখমুতে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানগুলিকে খেরসন অঞ্চলের সুদূর উত্তরে একটি ইউক্রেনীয় ব্রিগেড আক্রমণ করেছে এবং গত ২৪ ঘন্টায় তাদের ১৩০ জনের বেশি সৈন্য মারা গেছে। খেরসন অঞ্চল পরিচালনাকারী রুশনিযুক্ত সামরিক-বেসামরিক প্রশাসনের উপপ্রধান কিরিল স্ট্রেমাসভও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির পশ্চিমা এবং ইউক্রেনীয় মূল্যায়নকে প্রত্যাখ্যান করেছেন।মাইকোলাইভের আঞ্চলিক গভর্নর ভিটালি কিম টেলিগ্রামে বলেছেন, দক্ষিণ সমুদ্রতীরবর্তী শহর কোবলেভোতে দুই ব্যক্তি নিষেধাজ্ঞা সত্ত্বেও সাঁতার কাটতে গিয়ে একটি সামুদ্রিক মাইনে বিস্ফোরিত হয়েছিল।

Share.