প্রথম ওয়ানডে ম্যাচে হারের জন্য বাজে ফিল্ডিংকে দুষলেন তামিম ইকবাল

0

স্পোর্টস রিপোর্ট: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হারের জন্য ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংকে দুষলেন তামিম ইকবাল। এছাড়া হেরে যাওয়ার পেছনে ১৫-২০ রান কম হওয়াও একটি কারণ মনে করছেন তিনি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সে কথাই শোনালেন তামিম ইকবাল। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রত্যেক দিন একটা কথা বলি- ফিল্ডিং, ফিল্ডিং। আমরা ইদানিং অনেক ক্যাচ ফেলছি। অনেকবার আমরা ২-৩টা ক্যাচ ছেড়েও ম্যাচ জিতে গেছি। এমন উইকেটে চারটি ক্যাচ ছেড়ে ম্যাচ জিততে পারবেন না। তামিমের ভাষ্য, আমি সব সময়ই বলি, হারের পর অনেক কিছুর দিকেই আঙুল তোলা যায়। জেতার পরও আমি সব সময় বলি, এটা ভুলে গেলে হবে না যে আমরা কী কী জায়গায় ভুল করেছি। আজকের দিনটা দারুণ একটা উদাহরণ- এত দিন যে আমরা ক্যাচ ফেলে, বাজে ফিল্ডিং করেও জিতেছি, একদিন না একদিন এটা আপনাকে এসে ধরতই। আজকেই সেই দিনটা। স্কোর বোর্ডে ৩০৩ রানের পুঁজি। খালি চোখে বিশাল মনে হলেও হারারে স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটের এক পাশে বাউন্ডারি দৈর্ঘ্য মোটে ৫৫ মিটার। সহজেই বাউন্ডারি আসে সেদিক থেকে। এজন্য তামিম মনে করেন, ১৫-২০ রানের মতো কম হয়েছিল তাদের।

Share.