প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক

0

 ঢাকা অফিস:  আর্থিক অনুদান হিসেবে কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সহযোগী ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন অংকের অনুদান দিয়েছে বেশিরভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সম্প্রতি একই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আর্থিক অনুদান হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর একদিনের বেতন দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে। ইতিমধ্যে সার্কুলার জারি করে সবাইকে জানানো হয়েছে। এদিকে ১৯শে এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার কোন ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে।বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারিগণের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share.