প্রবল বৃষ্টিতে বিপর্যয়: ভারতের অমরনাথে এখনো নিখোঁজ অন্তত-৪০

0

ডেস্ক রিপোর্ট: মেঘ ভেঙে বৃষ্টি নয়, খুব ছোট এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলেই গত কাল অমরনাথের পথে বিপর্যয় ঘটে থাকতে পারে বলে মনে করছে ভারতের আবহাওয়া দফতর। সেই বিপর্যয়ের জেরে এখনো নিখোঁজ অন্তত ৪০ জন তীর্থযাত্রী। তাছাড়া শনিবার (৯ জুলাই) থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ঘটনাস্থল থেকে ১৫ হাজার তীর্থযাত্রীকে সরানো হয়েছে। তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য বড় মাপের অভিযানে নেমেছে সেনা। এদিকে অমরনাথের বিপর্যয় নিয়ে সরকারের পক্ষ থেকে সব তথ্য দেশবাসীকে জানানো উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিন্হা। তদন্তের দাবি জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। অমরনাথ গুহার আশেপাশে প্রবল বৃষ্টির পরে গুহার সামনের শিবির ভাসিয়ে হড়পা বান আছড়ে পড়ে বালতালের বেস ক্যাম্পেও। মেঘ ভেঙে বৃষ্টির ফলেই ওই ঘটনা ঘটেছে বলে প্রথমে জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। পরে অবশ্য জম্মু-কাশ্মীর আবহাওয়া দফতরের সোনম লোটাস জানান, সম্ভবত খুব ছোট এলাকায় প্রবল বৃষ্টির ফলেই এমন বিপর্যয় ঘটেছে। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকেও জানানো হয়েছে, অমরনাথে মেঘ ভেঙে বৃষ্টি না-ও হয়ে থাকতে পারে। কারণ, মেঘ ভেঙে বৃষ্টির ক্ষেত্রে অনেক বেশি বৃষ্টি হওয়ার কথা। এদিকে দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে নামে সেনাসহ বিভিন্ন বাহিনী। উদ্ধারকাজ পরিদর্শন করতে ঘটনাস্থলে গিয়েছেন সেনার চিনার কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এডিএস আউজলা, জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার ও কাশ্মীরের ডিভিশনাল কমিশনার। বিজয় কুমার জানান, বালতাল থেকে উদ্ধার করা অধিকাংশ তীর্থযাত্রীকে পঞ্চতরণী এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি অতুল কারওয়ালের মতে, ধস না নামলেও বৃষ্টি পড়ছে। তবে তাতে উদ্ধারকার্য ব্যাহত হয়নি। এখনও অনেকেই শিবিরের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা বাহিনীর। নিখোঁজদের সন্ধানে ব্যবহার করা হচ্ছে আধুনিক উপকরণ ও স্নিফার ডগ। সিআরপির ডিজি কুলদীপ সিংহ বলেন গুরুতর আহতদের আকাশপথে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে হাজির সবার খোঁজ পাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দু’এক দিনের মধ্যেই ফের যাত্রা শুরু হতে পারে বলেও জানান তিনি।

 

Share.