বুধবার, জানুয়ারী ২২

প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর শারীরিক অবস্থা স্থিতিশীল

0

ঢাকা অফিস: গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সেভাবে তার শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে না। আজ রবিবার বিকেলে কামাল লোহানীর ছেলে সাগর লোহানী এ তথ্য জানান। তিনি বলেন, যেসব জটিলতা নিয়ে বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেগুলো এখনও কাটেনি। তবে উদ্বেগজনকও কিছু ঘটেনি। ফলে তার শারীরিক অবস্থাকে আমরা স্থিতিশীল বলতে পারি। তবে বলার মতো উন্নতিও হয়নি তার শারীরিক অবস্থার। গত ১৮ মে সকালে ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সাগর লোহানী বলেন, বাবার ফুসফুস ও কিডনিতে সমস্যা অনেক দিন ধরে। গত ২ মাস ধরে কার্যত ‘লকডাউনে’ বাবার ট্রিটমেন্ট হচ্ছে না। হাসপাতালে নিতেও পারছিলাম না। গত সপ্তাহে তার শারীরিক অবস্থা গুরুতর হয়। পরে আমরা টেলিফোন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে রেখেই চিকিৎসা করাছিলাম। কিন্তু অবস্থা বেশ গুরুতর হয়ে পড়লে গত ১৮ মে বাবাকে হাসপাতালে ভর্তি করাই। তিনি বলেন, আমরা অন্য কোনো হাসপাতালে বাবাকে ভর্তি করার বিষয়ে কিছু ভাবছি না। এ সংক্রান্ত বেশ কিছু আলোচনা শুনতে পাচ্ছি। তবে আমাদের পক্ষ থেকে অন্য কোনো হাসপাতালে বাবাকে ভর্তির করার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন ৮৬ বছর বয়সী প্রবীণ এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কর্মজীবনে কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুইবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে চার বছর করে দায়িত্ব পালন করেন তিনি। কামাল লোহানী উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা।

Share.