শেখ কামাল ক্লাব কাপের প্রাইজমানি ৬ মাসেও পায়নি তেরেঙ্গানু!

0

স্পোর্টস ডেস্ক: ৬ মাস পার হলেও এখনও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রাইজমানির অর্থ পায়নি চ্যাম্পিয়ন তেরেঙ্গানু এফসি। মালয়েশিয়ার ক্লাবটির এজেন্ট জানিয়েছে ঈদ উল ফিতরের আগে ৫০ হাজার ডলার না পেলে ফিফা ও এএফসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে ক্লাবটি। ৩১ অক্টোবর, প্রথমবারের মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব তেরেঙ্গানু এফসির। তবে, বাংলাদেশ সফরটা যে শেষ পর্যন্ত সুখকর হয়নি মালয়েশিয়ান ক্লাবটির। মাস পেরিয়েছে ৬ এখনো পাওনা প্রাইজমানির অপেক্ষায় তেরেঙ্গানু।ইফিন্ডি জানান, এটা হতাশার। বারবার আশা পাচ্ছি আমরা। কিন্তু অর্থ পাচ্ছি না। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মিডিয়ায় সংবাদটি প্রচার হওয়ার পর আবারো কয়েকদিনের তোড়জোড় ছিলো। এরপর আবারো বন্ধ। ধৈয্যের বাধ আর আটকে রাখতে চায়না তেরেঙ্গানু এফসি। ক্লাবটির এবার সরাসরি আলটিমেটাম, দ্বারস্থ হবে ফিফা ও এএফসির। ইফিন্ডি বলেন, ঈদুল ফিতর পর্যন্ত আমরা অপেক্ষা করবো। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এতদিন চুপ ছিলাম আমরা। আর নয়। এরপর ফিফা ও এএফসিকে জানাবো। এর ফল নিশ্চয় ভালো হবে না। অংশগ্রহণ ফিসহ ৩য় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের মোট প্রাইজমানির অঙ্কটা ১ লাখ ৬৩ হাজার ৫০০ ডলার।

Share.