বুধবার, ডিসেম্বর ২৫

প্রিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দীপিকা

0

বিনোদন ডেস্ক: প্রিয়া ভ্যারিয়ারের এক চোখের ইশারায় ঘায়েল হয়েছিল পুরো ইন্টারনেট প্রজন্ম। এবার তাকে চ্যালেঞ্জ করলেন স্বয়ং বলিউড সম্রাজ্ঞী। আগামী সপ্তাহে মুক্তি পাবে ‘ছপাক’, যেখানে অ্যাসিড অ্যাটাক ভিক্টিমের চরিত্রে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। শুটিংয়ের টুকরো টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন দীপিকা। ফলে ছবির প্রচারের পাশাপাশি ভক্তদের আরও কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। তেমনই একটি ভিডিওতে মেঘনার সঙ্গে কথা বলার ফাঁকেই ক্যামেরার উদ্দেশে চোখ টেপেন এই অভিনেত্রী এবং স্ক্রিনে লেখা ফুটে ওঠে প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের জন্য। দক্ষিণী সে অভিনেত্রীর উইঙ্ক করার একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। এমন চ্যালেঞ্জ পেয়ে খুব খুশি প্রিয়া। ‘এই বছর এর চেয়ে ভালোভাবে শেষ হওয়া সম্ভব ছিল না! গডেস নিজেই উইঙ্ক করলেন?’ দীপিকার ভিডিওতে এই কমেন্ট করেছেন প্রিয়া।

Share.