দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছাস

0

ঢাকা অফিস: নতুন বছরের প্রথম দিন সারাদেশের শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন নতুন ও ঝকঝকে বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত।

আমাদের রংপুর ও হিলি প্রতিনিধির পাঠানো খবর রংপুর: বুধবার (১ জানুয়ারি ২০২০) রংপুর বিভাগের ৮ জেলার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বই উৎসব উপলক্ষে রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, এসময় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক ড. এ কে এম সিরাজুল ইসলাম  এবং জেলা প্রশাসক মো. আসিব আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভাগীয় শিক্ষা অধিদফতরের পরিচালক ড. সিরাজুল ইসলাম জানান, রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫৪ লাখ ৮৮ হাজার ৮১১জন শিক্ষার্থীর মাঝে ৩ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৫৭৫টি নতুন বই বিতরণ করা হয়েছে। অন্যদিকে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিজেবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জাহিদ। এর মধ্যে রংপুর বিভাগের ৮ জেলায় মাধ্যমিকে ১৪ লাখ ১৮ হাজার ৮৪৪জন শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৪ লাখ ৮১ হাজার ৪৩৪টি, দাখিলে ৩ লাখ ৩৫ হাজার ৬৮৭ জন শিক্ষার্থীর মাঝে ৫১ লাখ ৯ হাজার ৪৬৫, ইবতেদায়ীতে ৪ লাখ ১০ হাজার ১৪ জন শিক্ষার্থীর মাঝে ২৯ লাখ ১৪ হাজার ৪৩৮, এসএসসি ভোকেশনালে ৪৬ হাজার ৮৮১ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ১৯ হাজার ৪১৪, দাখিল ভোকেশনালে ৩ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর মাঝে ৫৬ হাজার ২৫০, কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৪৮ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৫৭ হাজার ৭১২টি বই বিতরণ করা হবে। এছাড়াও রংপুর বিভাগের ৮ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ লাখ ২৪ হাজার ৬১৪ শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৭৪ হাজার ৮৬২টির বেশি বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস সহকারী সালাহ উদ্দিন।

হিলি: ‘শিক্ষা বর্ষের প্রথম দিন, শিক্ষার্থীরা জনে জনে বই নিবে খুশি মনে,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইংরেজি নতুন বছরের প্রথম দিন সারাদেশের মতো দিনাজপুরের হিলিতেও উৎসব মুখর পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হিলির ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন। এসময় সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহান উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এম শহীদুজ্জামান, হিলি মাদ্রাসার শিক্ষক শামছুল হুদা খানসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলার ১০৭টি মাধ্যমিক, প্রাথমিক, কিন্ডার গার্টেন ও মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৯২ হাজার ৯৬৫ সেট বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অতিথিরা জানান, বছরের শুরু থেকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, শিক্ষার কোনও বিকল্প নেই, দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়োজন তাই সরকার শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।

 

Share.