ম্যাস ট্রানজিট ঢাকার যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে: কাদের

0

ঢাকা অফিস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা ম্যাস ট্রানজিট এর মতো আধুনিক ব্যবস্থা ঢাকার যানযট কমাবে এবং ঢাকার পুরো যোগাযোগ ব্যবস্থা বদলে দিতে সহায়তা করবে। ডিজিটাল পদ্ধতি যারা পছন্দ করছেন না তারা প্রযুক্তিগত ভাবে পিছিয়ে আছেন। রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল লাইনে রেলট্রাক স্থাপন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে তিনি আজ বুধবার বাংলাদেশ সময় সকালে একথা বলেন। এসময় মুজিববর্ষ উপলক্ষে ক্যালেন্ডারেরও উদ্বোধন করা হয়। আসন্ন ঢাকা সিটির নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে এটি শুনে ভালো লাগলো। ‘নির্বাচন কমিশনের প্রতি আস্থা না থাকলে বিএনপি কেন নির্বাচনে এসেছে। শুরু থেকে শেষ পর্যন্ত কি কি অভিযোগ করবে তা আগে থেকেই নির্ধারণ করে রেখেছে বিএনপি’ বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন সেতু সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড দেশের প্রথম এই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০ দশমিক ১০ কিলোমিটার এই মেট্রোরেল মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Share.