প্রেসিডেন্ট কাবোরেকে পদচ্যুত করেছে সেনাবাহিনী

0

ডেস্ক রিপোর্ট: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে পদচ্যুত করার পাশাপাশি সংবিধান স্থগিত করে সরকার ও জাতীয় পরিষদ ভেঙে দিয়েছে এবং দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে। সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি সানদাওগো দামিবা স্বাক্ষরিত এক ঘোষণায় এসব কথা জানানো হয়েছে। সেনাবাহিনীর আরেক কর্মকর্তা ঘোষণাটি পড়ে শোনান, জানিয়েছে। ঘোষণায় দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বলা হয়, কাবোরে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং ইসলামপন্থিদের বিদ্রোহসহ দেশ যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে সেগুলোতে কার্যকরভাবে সাড়া দিতে ব্যর্থ হয়েছেন। কোনো সহিংসতা ছাড়াই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে এবং যাদের আটক করা হয়েছে তাদের নিরাপদ একটি স্থানে রাখা হয়েছে বলে ঘোষণায় জানানো হয়। এর আগে কখনও শোনা যায়নি এমন একটি সংগঠন ‘প্যাট্রিয়টিক মুভমেন্ট ফর সেইফগার্ড এন্ড রেস্ট্রোরেইশন’ নামে বিবৃতিটি দেওয়া হয়েছে, ফরাসি ভাষায় যার সংক্ষিপ্ত রূপ ‘এমপিএসআর’। বিবৃতিতে বলা হয়, “এমপিএসআর, যার মধ্যে সেনাবাহিনীর সব বিভাগ অন্তর্ভুক্ত, আজ প্রেসিডেন্ট কাবোরের পদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।” এই নিয়ে গত ১৮ মাসের মধ্যে পশ্চিম আফ্রিকার তৃতীয় আরেকটি দেশে সেনা অভ্যুত্থানে সরকারের পতন হল। এর আগে বুরকিনা ফাসোর প্রতিবেশী মালি ও গিনিতে একই ধরনের ঘটনা ঘটে।

Share.