রবিবার, নভেম্বর ২৪

ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের সামনেই নেতাকর্মীদের হাতাহাতি

0

ঢাকা অফিস: দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন স্মরণে ‘গণতন্ত্র হত্যা দিবস’র প্রতিবাদী মানববন্ধনে এই ঘটনা ঘটে। ১০টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই অনেক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে প্রেস ক্লাব প্রাঙ্গণ। কর্মসূচি শুরুর পর হঠাৎ নিজেদের মধ্যে শুরু হয় হাতাহাতি। এসময় বিএনপি মহাসচিব নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন৷ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকেও নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আবারও চলে কর্মসূচি। দশম জাতীয় সংসদ নির্বাচনের অষ্টম বর্ষপূর্তির (৫ জানুয়ারি) দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’হিসেবে পালন করতে দেশজুড়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করে বিএনপি। এ উপলক্ষে দলটি বুধবার ঢাকাসহ দেশের অন্যান্য মহানগর ও জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। মানববন্ধনে বিএনপির মহানগর ও কেন্দ্রীয় অনেক নেতা অংশ নিয়েছেন।

Share.