বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাকিব (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার রাত ১১টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত সাকিব ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকার মৃত রুবেল শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ আতিকুল ইসলাম (১৭) ও ইসলাম মোল্লা (১৮) নামে দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, শনিবার রাতে কয়েকজন কিশোরের সঙ্গে সিনিয়র জুনিয়র নিয়ে সাকিবের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় সাকিবকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে সাকিবের স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মা নাসিমা বেগম জানান, সাকিব ও তার বড় ভাই রাকিবের সঙ্গে ফতুল্লার রেল স্টেশন এলাকায় সিলভার কারখানায় কাজ করত। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সাকিব হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪-৫ জন আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। খুনের এ ঘটনাটি তদন্ত চলছে।