ফরিদপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

0

ঢাকা অফিস: ফরিদপুরের সদরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার আটকেরচর ইউনিয়নের মণিকোঠা বাজারে মো. জাহাঙ্গীর আলম নামের সাবেক এক ইউপি সদস্য এ সম্পত্তি দখল করেন বলে অভিযোগ করে এর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তারা এ কর্মসূচি পালন করেন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ২০ বছর আগে মণিকোঠা বাজার সংলগ্ন কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী মৌজায় ১ শতক জমি কেনেন মুক্তিযোদ্ধা মো. আজিজার বরকন্তাজের মেয়ে আসমা বেগম ও তার স্বামী মো. শফিক সিকদার। মো. নুরুল ইসলাম নামের এক ব্যক্তির থেকে কেনা ওই জায়গায় এক তলা ভবন নির্মাণ করেন তারা।তারা আরও অভিযোগ করেন, পরে ভবনটি ভাড়া দেন তারা। দোকানে সর্বশেষ ভাড়াটিয়া ছিলেন স্থানীয় হাফিজের ডাঙ্গী এলাকার সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম। সেখানে তিনি চাউল, কুড়া, ভুষির ব্যবসা করছিলেন। প্রায় ১০-১২ বছর আগে তাকে ভবনটি ভাড়া দিয়ে বিদেশ চলে যান মালিক শফিক সিকদার। এরমধ্যে জায়গাটি মণিকোঠা বাজারের আওতাভুক্ত হয়ে খাস খতিয়ানে চলে যায়। ২০১৭ সালে শফিক সিকদার দেশে ফিরে জাহাঙ্গীরকে দোকান ছাড়তে বলেন। কিন্তু তিনি দোকান না ছেড়ে উল্টো নিজেই মালিক সেজে বসেন। শুরু হয় দ্বন্দ্ব-কলহ। এক পর্যায়ে শফিক এলাকাবাসীর সহযোগিতায় দোকানে তালা ঝুলিয়ে দেন। কিন্তু পরবর্তীতে সেই তালা ভেঙে পাল্টা নতুন তালা ঝুলিয়ে পুনরায় ভবনের দখল নিজের কব্জায় নেন প্রভাবশালী দখলদার জাহাঙ্গীর আলম। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি তার দখলে।

Share.