ফাউসিকে বরখাস্ত করার ইঙ্গিত ট্রাম্পের

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে মার্কিন প্রশাসন থেকে ছেঁটে ফেলার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে এমন ইঙ্গিত দেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার দিনভর প্রচার চালানোর পর মধ্যরাতে ফ্লোরিডার সমাবেশে অংশ নেন ট্রাম্প। কোভিড-১৯ সংক্রান্ত মিডিয়া কাভারেজের সমালোচনা করেন তিনি। সেই সময় সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ফাউসিকে বরখাস্ত করুন’ বলে চিৎকার করতে থাকে। তখন ট্রাম্প বলেন, ‘আমাকে নির্বাচনের পর কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে দিন। আমি আপনাদের এ পরামর্শকে স্বাগত জানাই।’  পরে অবশ্য ট্রাম্প কথা ঘুরিয়ে বলেন, ‘ফাউসি একজন দারুণ মানুষ, তবে উনি অনেক ভুল করেছেন।’ শনিবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাউসি করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন। ফাউসি বলেন, ট্রাম্প প্রশাসন কোভিড-১৯ মোকাবিলায় সিরিয়াস ছিল না। তাঁর এ বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের মধ্যে ট্রাম্প এ কথা বলেন।করোনা মহামারির শুরুর দিকে ট্রাম্প ও ফাউসি সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন বলে মনে হলেও ধীরে ধীরে তাঁদের সম্পর্কের অবনতি হতে থাকে। ফাউসি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি আর প্রেসিডেন্টের হয়ে ব্রিফ করেন না। তাঁর জায়গায় এখন ডা. স্কট অ্যাটলাস ব্রিফ করেন।

Share.