ফিনল্যান্ডে পিতৃত্বকালীন ছুটি ৭ মাস

0

ডেস্ক রিপোর্ট: ফিনল্যান্ডে মাতৃত্বকালীন ছুটির মতো করেই পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির নারী নেতৃত্বাধীন নতুন সরকার বুধবার এমন ঘোষণা দিয়েছে। লিঙ্গ বৈষম্য কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১০ সাল থেকে পরবর্তী আট বছরের মধ্যে ফিনল্যান্ডে শিশুজন্মের হার পাঁচগুণ কমে গিয়েছিল। ৫৫ লাখ জনসংখ্যার সেই দেশে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭। বর্তমানে সাত মাসের (বেতনসহ) মাতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে সে দেশে। পিতৃত্বকালীন ছুটি ছিল চার মাস (বেতনসহ)। তবে নতুন ঘোষণায় বাবা-মা দুজনের ক্ষেত্রেই ছুটি সমান করা হয়েছে। পিতৃত্বকালীন ছুটি বেড়ে সাত মাস হওয়ায় বাবারা সন্তানদের বেশি সময় দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেছেন, নতুন নীতিতে বাবা-মায়ের মধ্যে সমতা ফিরে আসবে। বর্তমান নীতির এই আমূল সংস্কার পরিবারে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে। ফিনল্যান্ডের পাঁচটি রাজনৈতিক দলের চারটির নেতৃত্বেই রয়েছেন নারীরা; যাদের বয়স ৩৫ বছরের কম। ক্ষমতায় রয়েছে বামপন্থী জোটের দলগুলো।

Share.