ফিফটি করেই সাজঘরে ফিরলেন লিটন

0

স্পোর্টস ডেস্ক:পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনের সকালটা দারুণ শুরু মুশফিক-লিটনের ব্যাটে। দুজনের ব্যাটে ভর করে ৫০০ রান পার করে বাংলাদেশ। মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক।একই পথে হাটলেন লিটন দাসও। তিনিও তুলে নেন ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক। কিন্তু বিধি বাম। পঞ্চাশ পূর্ণ করেই ফিরতে হয়েছে সাজঘরে।বিশ্ব ফার্নান্দোর করা অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে গালিতে থাকা অশাধা ফার্নানাদোর হাতে ক্যাচ দেন।এর আগে গত বুধবার, ২১ এপ্রিল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ। প্রথম দিনের শুরুটা সাইফ হাসানকে হারিয়ে বিষণ্ণ হলেও ধাক্কা সামলে দারুণ অবস্থানে নিয়ে যান আরেক ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।প্রথম দিনে তামিম ইকবাল ৯০ রান করে বিশ্ব ফার্নান্দোর বলে ক্যাচ দিয়ে ফিরলেও শান্ত তুলে নেন শতক। সঙ্গে মুমিনুল হকও পূর্ণ করেন অর্ধশতক।দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দেড়শ রান পূর্ণ করে শান্ত ছুটেন ডাবল শতকের পথে। তবে হয়নি শেষ পর্যন্ত। ১৬৩ রানে থামতে হয় লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচে।এদিন মুমিনুল হক তুলে নেন ক্যারিয়ারের ১১তম ও বিদেশের মাটিতে প্রথম শতক। ১২৭ রানে মুমিনুলকে থামান ধানাজায়া ডি সিলভা।এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫১৫ রান। অপরাজিত আছেন মুশফিকুর রহিম (৫৫) এবং মেহেদি মিরাজ (৩)।

Share.