ফিলিস্তিনে এক লাখ করোনা টিকা পাঠাল চীন

0

ডেস্ক রিপোর্ট: অধিকৃত এলাকার ফিলিস্তিনিদের করোনার টিকা দিতে ইসরাইল অস্বীকৃতি জানালেও ফিলিস্তিনিদের জন্য নিজেদের তৈরি এক লাখ টিকা পাঠিয়েছে চীন।চীনের সিনোফার্মের তৈরি এ টিকার চালান এরই মধ্যে ফিলিস্তিনে গিয়ে পৌঁছেছে।এসব টিকা ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মী, বৃদ্ধ ও করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিদের দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।চীনা টিকার এ চালান গত মঙ্গলবার ফিলিস্তিনে পৌঁছেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মিয়া আল কাইলা চীনে এ টিকা পাওয়ার কথা গণমধ্যমকে নিশ্চিত করেছেন।ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইসরাইল অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ শহরের কারফিউ ও কঠোর লকডাউন সত্ত্বেও ভয়াবহভাবে বিস্তার ঘটেছে করোনাভাইরাসের।এখানকার হাসপাতালগুলোতে তিল ঠাঁই নেই রোগীদের জন্য। ইসরাইল নিজেদের নাগরিকদের প্রায় সবাইকেই টিকার আওতায় আনলেও ফিলিস্তিনিদের দখলকৃত এলাকায় টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে।অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ৫২ লাখ ফিলিস্তিনির বসবাস। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ইসরাইল এদের টিকার আওতায় আনছে না। অবশেষে চীন এদের জন্য সাহায্যের হাত বাড়ল।

Share.