বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিরা জাতীয় বেঈমান হিসেবেই পরিচিত: কাজী নাবিল

0

ঢাকা অফিস: যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে যারা হত্যা করেছিল, জাতি তাদের ঘৃণা করে। কুখ্যাত সেসব খুনিরা আজ জাতির কাছে কলঙ্কিত ও অভিশপ্ত কিছু নাম। তারা জাতীয় বেঈমান হিসেবেই পরিচিত। সে কারণে দেশের মানুষ আর কখনও তাদের কোনও শিশুর নাম খন্দকার মোস্তাক ও মীর জাফর রাখেন না। বাঙালি এসব কলঙ্কিত মানুষদের নাম নতুন করে আর শুনতেও চায় না।’ জেল হত্যা দিবস (৩ নভেম্বর) উপলক্ষে রবিবার বিকালে যশোর শহরের মণিহার চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ এই আয়োজন করে। কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলা গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আমাদের দেশকে সারাবিশ্বের রোল মডেল হিসেবে গড়তে চান। আর এটি সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। সন্ত্রাস, অস্ত্র, ক্যাসিনো, জুয়া, মাদক ব্যবসায়ীদের দিয়ে দেশ ও রাজনীতির কোনোটাই চলবে না।’

Share.