বজ্রপাতে সুনামগঞ্জে পৃথক স্থানে ৬ জনের মৃত্যু

0

বাংলাদেশ থেকে সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার সকালে হাওরে জেলার কয়েক উপজেলায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় দোয়ারাবাজার উপজেলার ২ জন, ছাতক উপজেলার ৩ জন ও তাহিরপুর উপজেলার ১ জনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মিলন মিয়া (১২) নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত হয় এ ঘটনায় আহত হয় আরো ১ জন। এদিকে একই সময়ে বজ্রপাতে রণভূমি গ্রামের তারা মিয়া (৩৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া সকালের বজ্রপাতে ছাতক উপজেলার দেবেরগাঁও গ্রামের এক বালক ও বড়কাপন গ্রামের এক বৃদ্ধার মৃত্যু হয়। একই উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরদৌলভ মাঠিয়ার হাওরে আব্দুস ছামাদ (২৬) নামে আরেক জনের মৃত্যু হয়েছে। তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রমজান আলী নামের একজন মারা যান বলে খবর পাওয়া গেছে।

Share.