বন্যায় যুক্তরাষ্ট্রের কেনটাকিতে নিহতের সংখ্যা বেড়ে-২৫

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের কেনটাকিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৫ জন। এদের মধ্যে চারজন শিশুও রয়েছে। গতকাল শনিবারের আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও রবিবার পুনরায় ভারী বৃষ্টিপাতের শঙ্কা করা হচ্ছে। গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, বন্যার কারণে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া বন্যায় প্রকৃত হতাহতের সংখ্যা নির্ণয় করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কেনটাকিতে বন্যাকে ‘বড় বিপর্যয়’ হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় উদ্ধারকারীদের সহায়তা করার জন্য ফেডারেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে কেনটাকির বন্যার মতো চরম বৈরী আবহাওয়ার ঘটনা ঘটছে। দেশটির ন্যাশনাল গার্ডের হেলিকপ্টারে করে কেনটাকির গভর্নর বেসিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। কেনটাকির বন্যাকে এযাবৎকালের ‘সবচেয়ে ভয়াবহ’ বলে অভিহিত করেছেন তিনি। উদ্ধারকর্মীরা বারো শর বেশি মানুষকে উদ্ধার করেছেন।

Share.