বরিশালে নদীতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ লাখ মিটার জাল জব্দ

0

ঢাকা অফিস: বরিশালের বিভিন্ন নদীতে নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তর দিনভর অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল, ইলিশ জব্দ এবং ৪৫ জন জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভোর থেকে রাত ৮টা পর্যন্ত নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তর বরিশালের মেঘনা তেঁতুলিয়া, কালাবদর, আরিয়াল খা ও কীর্তনখোলা নদীতে অভিযান চালায়। এ সময় প্রায় তিন লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল, ১২৪ কেজি ইলিশ মাছ জব্দ ও সাতজন জেলেকে ৫৩ হাজার টাকা জরিমানা ও ৩৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।   পরে জব্দকৃত জাল বিভিন্ন উপজেলায় ও কীর্তনখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে পোড়ানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার উপস্থিতিতে বরিশাল সদর উপজেলার জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা ও ইলিশ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।

Share.